ভারতের হরিয়ানা পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম উঠল গুরমিত রাম রহিম সিংয়ের দত্তক কন্যা হানিপ্রীতের। মোট ৪৩ জনের নামের একটি হিট লিস্ট তৈরি করেছে দেশটির হরিয়ানা পুলিশ, সেখানেই শীর্ষ তালিকায় রয়েছেন ডেরা সচ্চা সওদা আধিকারিক।
উল্লেখ্য, ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম সিংয়ের সাজা ঘোষণা হওয়ার পর থেকেই পলাতক হানিপ্রীত। ২৫ অগাস্টের পর থেকেই মোস্ট ওয়ান্টেড হানিপ্রীতের খোঁজে হরিয়ানা সহ ভারতের সব রাজ্যেই তল্লাসি চালাচ্ছে পুলিশ।
শুধু হানিপ্রীতই নয়, পুলিশ তন্ন তন্ন করে খুঁজছে, ডেরা সচ্চা সওদা’র আর এক অধিকর্তা, ডাক্তার আদিত্য ইনসানকেও। এই ডাক্তারই নাকি ডেরার মধ্যে হওয়া সমস্ত অবৈধ গর্ভপাতের বিষয়গুলি সামলাতেন, অনুমান তদন্তকারীদের একাংশের।
ডাক্তার আদিত্য ইনসানের বিরুদ্ধে দেশদ্রোহিতার মত মারাত্মক অভিযোগও এনেছে পুলিশ। আর এরপর থেকেই গা ঢাকা দিয়েছেন ডেরার সেবক ডাক্তার আদিত্য ইনসান।
হিন্দুস্থান পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, হানিপ্রীত ভারত ছেড়ে নেপালে আশ্রয় নিয়েছেন।
উদয়পুর থেকে গ্রেফতার হওয়া প্রদীপ গোয়েলকে জিজ্ঞাসাবাদ করেই হানিপ্রীত সম্পর্কে যাবতীয় নথিপত্র একত্র করছেন তদন্তকারী অফিসাররা।
উদয়পুরে ডেরার যাবতীয় যা কাজ, সবই দেখতেন এই প্রদীপ গোয়েলই। আর পুলিশ এই প্রদীপ গোয়েলের সূত্র ধরেই হানিপ্রীতকে নিজেদের জালে জড়াতে চাইছে।
উল্লেখ্য, হরিয়ানা ছাড়াও ভারতের বিহার, রাজস্থান এবং উত্তরপ্রদেশ-এই তিন রাজ্যেই হানিপ্রীতের নামে জারি রয়েছে হাই অ্যালার্ট।