ডিএমপি নিউজ: রাজধানীর মোহম্মদপুর কৃষি মার্কেটে আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর)ভোর ৩টার দিকে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।
একই সাথে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল, কাপড়-চোপড় নিজের কাঁধে বহন করে উদ্ধারের কাজে অংশগ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)।
এছাড়াও আশপাশ এলাকার যানজট নিয়ন্ত্রণে কাজ করছে ডিএমপির ট্রাফিক পুলিশ।
অত্র এলাকায় উৎসুক জনতা ভিড় করে ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলাবাহিনীর কাজে যাতে ব্যঘাত সৃষ্টি করতে না পারে সে জন্য ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেছেন।