ডিএমপি নিউজ: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অস্ত্র, গুলি ও হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ মনির হোসেন ওরফে মো: জনি মিয়া ওরফে রক্তচোষা জনি । এসময় তার হেফাজত থেকে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার (মোহাম্মদপুর জোন) মৃত্যুঞ্জয় দে সজল বিপিএম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুর ১২:৩০টায় পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি টিম মোহাম্মদপুর থানার তুরাগ নদী সংলগ্ন একতা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও হেরোইনসহ মনির হোসেনকে গ্রেফতার করে। মনির ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মারামারি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন মর্মে জানান পুলিশের এই কর্মকর্তা।