ডিএমপি নিউজ: রাজধানীর মোহাম্মদপুরের রিং রোড এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে প্রাইভেটকারযোগে ৫ লক্ষ ৪৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ সুমন মিয়া, মোঃ মাসুদ রানা, মোঃ আশরাফুল ইসলাম ওরফে আপেল, মোঃ ইকবাল হোসেন ও সাইদুল হক। এসময় তাদের হেফাজত থেকে ভুয়া নম্বর প্লেট লাগানো একটি প্রাইভেটকার, ৪টি ভুয়া নম্বর প্লেট, র্যাব লেখা কালো রংয়ের ২টি পোশাক, ২ টি মোবাইল ফোন, ১টি কালো ক্যাপ, ১টি খেলনা পিস্তল, ১টি হ্যান্ডকাফ, ১টি লাঠি ও পুলিশ লেখা ২টি স্টিকার উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার (মোহাম্মদপুর জোন) মৃত্যুঞ্জয় দে সজল, বিপিএম-সেবা ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৭ সেপ্টেম্বর দুপুর ১:৩০টায় এক ব্যক্তি শ্যামলীতে ডাচ্ বাংলা ব্যাংক থেকে ৫ লক্ষ ৪৫ হাজার টাকা নিয়ে মোহাম্মদপুর থানার রিং রোড এলাকায় আসলে একটি প্রাইভেটকারে থাকা র্যাবের পোশাক পরা ৩ ব্যক্তি তার গতি রোধ করে। এরপর র্যাব সদস্য পরিচয়ে ভিকটিমকে টানা হেঁচড়া করে লাঠি দিয়ে পিটিয়ে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নেয়। ভিকটিমকে দুই হাতে হ্যান্ডকাফ লাগিয়ে দেয় এবং গামছা দিয়ে চোখ বেধে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভিকটিমকে তারা গাড়ির ভিতর মারধর করে। একপর্যায়ে তারা ভিকটিমকে ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার ব্যাগে থাকা ৫ লক্ষ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে শেরেবাংলা নগর থানার বাণিজ্য মেলায় মাঠের পাশে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
তিনি বলেন, রাজধানীতে এমন স্পর্শকাতর একটি ঘটনার তথ্য পাওয়ার সাথে সাথেই তদন্তে নামে মোহাম্মদপুর থানা পুলিশ। ঘটনাস্থল ও এর আশপাশের এলাকার প্রায় দুইশত সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে একটি সন্দেহজনক গাড়ির অবস্থান সনাক্ত করা হয়। এছাড়া ডাচ বাংলা ব্যাংকের পাশে পার্ক করা গাড়ি থেকে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি সনাক্ত করা হয়। এসময় ব্যাংকের অভ্যন্তরে সন্দেহজনক এক ব্যক্তির অবস্থান পাওয়া যায়। টাকা গ্রহণের সময় ভিকটিমের পিছনেই তার অবস্থান পাওয়া যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় চক্রটিকে সনাক্ত করা সম্ভব হয়। অভিযুক্ত ব্যক্তিদের অবস্থান সনাক্ত করে আবার একই ধরনের অপরাধ করার প্রস্তুতিকালে আজ মঙ্গলবার বেলা ১১:৩০টায় মোহাম্মাদপুর থানার টাউনহলে ইউসিবি ব্যাংকের সামনে থেকে মোঃ সুমন মিয়া, মোঃ মাসুদ রানা, মোঃ আশরাফুল ইসলাম ওরফে আপেল, মোঃ ইকবাল হোসেন ও সাইদুল হককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।