ডিএমপি নিউজ: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ নবী হোসেন, মোঃ শাওন হাওলাদার ও মোঃ নোমান।
শনিবার (২ এপ্রিল ২০২২) বিকাল ৫:১০ টায় মোহাম্মদপুর থানার শিয়া মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম ।
গোয়েন্দা মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিমের সহকারি পুলিশ কমিশনার সালাউদ্দিন খান নাদিম জানান, মোহাম্মদপুর থানার শিয়া মসজিদ এলাকায় আম্মাজান টেলিকমের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ৩০০০ পিস ইয়াবাসহ নবী, শাওন ও নোমানকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে মোহাম্মদপুর থানাসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রয় করতো।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে।