ডিএমপি: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতের নাম-আমিনুল ইসলাম ওরফে হুকুম আলী। এ সময় তার হেফাজত হতে গাঁজা পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

জব্দকৃত প্রাইভেটকার
গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন ডিএমপি নিউজকে বলেন, শনিবার (১ মে, ২০২১) সকাল ১০.১৫ টায় মোহাম্মদপুর থানার শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর জোনাল টিম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত হুকুম আলী কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে।