ডিএমপি: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- মনির (২২)। এ সময় তার হেফাজত হতে গাঁজা পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয় ।
ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল, ২০২১ বিকাল ৫টায় মোহাম্মদপুর থানার বিআরটিসি বাস ডিপোর সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর জোনাল টিম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃত মনির কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে উক্ত মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা মহানগরী ও এর আশপাশের বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে এসেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে।