ডিএমপি নিউজ : রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ছয় জনকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (১৪ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে রিমান্ডের আবেদন করলে এ আদেশ দেন আদালত।
রিমান্ডপ্রাপ্তরা হলো মোঃ জাকির হোসেন ওরফে জিন জাকির, মোঃ শরিফুল ইসলাম তুষার, মোঃ মাসুদুর রহমান, মোঃ জাহিদ মিয়া, মোঃ আরিফুল ইসলাম তরফদার ও মোঃ আব্দুস সালাম।
প্রসঙ্গত, গত শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা রুজু হয়।