ডিএমপি নিউজ: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতায়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ জন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ রমজান আলী ও মোঃ স্বপন। এসময় তাদের হেফাজত থেকে ১টি চাপাতি, ১টি ছুরি ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার মোহাম্মদপুর থানার শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কিছু সংখ্যক কিশোর সংঘবদ্ধভাবে মোহাম্মদপুর থানার শ্যামলী সিনেমা হলের সামনে দেশীয় অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রমজান আলী ও মোঃ স্বপনসহ এই কিশোর গ্যাং দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরের মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় ছিনতাই করার কথা স্বীকার করেছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
মোহাম্মদপুর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।