ডিএমপি নিউজঃ রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম মোঃ শাহাদাত হোসেন রনি, মোঃ আলামিন হোসেন, মোঃ আরিফ রহমান ওরফে লিটন ও মোঃ বেল্লাল হোসেন। এসময় তাদের হেফাজত হতে ১০০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান, বিপিএম(বার), পিপিএম ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক কারবারি মোহাম্মদপুর থানার তিন রাস্তার মোড়ের বিসমিল্লাহ রেফ্রিজারেশন এন্ড ইলেকট্রিকস এর সামনে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে বুধবার (৮ জুন ২০২২) সন্ধ্যা ৬:৩০টায় উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে শাহাদাত, আলামিন, আরিফ ও বেল্লালকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এসময় তাদের হেফাজত হতে ১০০০ পুরিয়া বাদামী রংয়ের হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।