ডিএমপি নিউজঃ রাজধানীর মোহাম্মাদপুর থানার জেনেভা ক্যাম্প এলাকায় ছিনতাইয়ের ঘটনায় ০২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত দুই ছিনতাইকারীর নাম- সোহাগ (২০) ও মারুফ (১৯)।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ ডিএমপি নিউজকে জানান, ২৫ এপ্রিল রাত ০২ টার দিকে মোহাম্মাদপুর জেনেভা ক্যাম্পের পশ্চিম পাশে রাস্তায় হাদিউজ্জামান (২৬) নামের একজন ব্যক্তি ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা ছোরার ভয় দেখিয়ে হাদিউজ্জামানের ব্যবহৃত একটি অপ্পো মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ভিকটিমের ডাক চিৎকারে টহলে থাকা থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুইজন ছিনতাইকারীকে মোবাইলসহ গ্রেফতার করে।
এ ঘটনায় ভিকটিম হাদিউজ্জামান বাদী হয়ে মোাহাম্মদপুর থানা একটি মামলা করেছেন।