ডিএমপি নিউজঃ রাজধানীর মোহাম্মদপুরে ফেন্সিডিলসহ এক যুবক গ্রেফতার। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম, মোঃ এমদাদ হোসেন (২৬)।
মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি (পশ্চিম) বিভাগের পল্লবী জোনাল টিম। এ সময় এমদাদ হোসেনের বাসায় তল্লাশী করে ১১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত এমদাদ একজন মাদক ব্যবসায়ী। সে মোহাম্মদপুরে ফেন্সিডিলের ব্যবসা করত।
এ সংক্রান্তে তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে।