ডিএমপি নিউজ: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ১৫ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- শরীফ আহম্মেদ (২৪) ও জয়নাল আবেদীন (৫৯) ।
গোয়েন্দা-উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল আলম ডিএমপি নিউজকে বলেন, ২২ নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৫.৪৫ টায় রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শরীফ আহম্মেদ ও জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে গোয়েন্দা উত্তর বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৫ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা বি-বাড়ীয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ক্রয় করে প্রাইভেটকারযোগে ঢাকায় এনে বিক্রি করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে।