ডিএমপি নিউজঃ রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ হাসান ওরফে ইউনুছ (২৫) ও মোঃ শফিক (২৪)। এসময় তাদের হেফাজত হতে ৫,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর জোনাল টিমের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন ডিএমপি নিউজকে বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী মোহাম্মদপুর থানার সাত মসজিদ হাউজিং এর ফার ক্যাসল আবাসিক ভবন এলাকায় ইয়াবা নিয়ে অবস্থান করছে মর্মে সংবাদ পান। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ১৪ জুন,২০২১ (সোমবার) বিকাল ৫:০০ টায় উক্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও আশপাশের এলাকায় বিক্রি করতো।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে।