ডিএমপি নিউজ: রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অপহরণ হওয়া এসএম মোয়াজ্জেম হোসেন তপুর সন্ধান চায় পুলিশ।
২০১৬ সালের ২৬ জানুয়ারি রাত ১১টায় রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রামপুরা থানার ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম মোয়াজ্জেম হোসেন তপুকে অপহরণ করা হয়েছিলো বলে জানায় পুলিশ। এরপর আর তার সন্ধান পাওয়া যায়নি।
তপুকে অপহরণের অভিযোগে ভাটারা থানায় একটি মামলা করা হয়। তার পিতার নাম মোশারফ হোসেন ।
তপুর সন্ধান পেলে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোক্তারুজ্জামানের (০১৩২০০১১০৯৫) নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।