ডিএমপি নিউজ: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নির্জন এলাকার জঙ্গি আস্তানা থেকে স্থানীয়দের সহযোগিতায় গতকাল সোমবার ১৭ জন নারী ও পুরুষকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার কুলাউড়ার দুর্গম কালাপাহাড় এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর পৌনে ১২টা থেকে অভিযান শুরু করে সিটিটিসি। বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান বিপিএম-বার।
এর আগে গত শনিবার মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে নতুন একটি জঙ্গি সংগঠনের ১০ জনকে গ্রেফতার করে সিটিটিসি।
অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে ।