ডিএমপিঃ ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী মার্শেইকে ২-১ গোলে পরাজিত করে মৌসুমের প্রথম শিরোপা জয় পিএসজির। বুধবার (১৩ জানুয়ারি) রাতে এ জয় তুলে নেয় ফ্রান্সের জায়ান্ট ক্লাব পিএসজি।
এই জয়ের মাধ্যমে নতুন কোচ মরিসিও পোচেত্তিনোকে প্রথম শিরোপা উপহার দিল শিষ্যরা। কোচিং ক্যারিয়ারেও এটি পোচেত্তিনোর প্রথম শিরোপা।
ম্যাচের ৩৯ মিনিটে প্রথম গোল করেন মাউরো ইকার্দি। এরপর ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন নেইমার। তবে ম্যাচের ৮৯ মিনিটে মার্শেইর পক্ষে ফ্রান্স মিডফিল্ডার দিমিত্রি পায়েট গোল করলেও শিরোপা নিশ্চিত করে পিএসজি।
পোচেত্তিনো বলেন, আশা করছি আরো অনেক শিরোপা জিততে পারবো। কিন্তু প্রথম শিরোপা সব সময়ই বিশেষ কিছু। এই জয়টা আমাদের প্রাপ্য ছিল। আজ আমরা দারুন একটি ম্যাচ খেলেছি।