পল পগবার দল বদলের অর্থের পরিমাণ ও পদ্ধতি পরিষ্কার করলো ম্যানচেস্টার ইউনাইটেড। ইতালির ক্লাব জুভেন্টাস থেকে রেকর্ড ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পগবাকে দলে ভেড়ায় ইংলিশ ক্লাব ম্যানইউ।
এতে অভিযোগ ওঠে পগবার এজেন্ট মিনো রায়োলা মধ্যস্বত্বভোগী হিসেবে ৪১ মিলিয়ন ডলার গ্রহণ করেন। ইংল্যান্ড ও ফিফার নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় কেনাবেচায় তৃতীয় পক্ষের অর্থ গ্রহণ নিষিদ্ধ। এরই প্রেক্ষিতে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা ম্যানইউ ও জুভেন্টাসের কাছে বিষয়টি পরিষ্কার করতে বলে। তারই প্রেক্ষিতে ফিফার কাছে পগবার দল বদলের সব কাগজ-পত্র দেখিয়েছে ক্লাব দু’টি।
সেখানে ম্যানইউর কাগজপত্রে কোনো গরমিল পাওয়া যায়নি বলে জানিয়েছে বৃটিশ গণমাধ্যম। তবে জুভেন্টাসের কাগজপত্রে অসঙ্গতি রয়েছে বলে জানিয়েছে তারা। ফিফার এক কর্মকর্তা এ বিষয়ে কথা বলেছেন। তবে জুভেন্টাসের বিরুদ্ধে অভিযোগ ও তাদের বিরুদ্ধের শাস্তির ব্যাপারে কোনো মন্তব্য করেননি।