ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে তৃতীয় সারির ক্লাব বার্টন অ্যালবিওনকে গোলবন্যায় ভাসিয়েছে ম্যানচেস্টার সিটি। ৯-০ গোলের বিশাল জয়ে ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।
৯ গোলের মধ্যে ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস একাই করেছেন চার গোল! এই জয়ে ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। একটি করে গোল করেছেন কেভিন ডি ব্রুইন, ওলেক্সান্দার জিনচেঙ্কো, ফিলিপ ফোডেন, কাইল ওয়াকার ও রিয়াদ মাহরেজ।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ২১ বছর বয়সী স্ট্রাইকার জেসুস করে ৪ গোল। বাকি পাঁচ গোলদাতা কেভিন ডি ব্রুইনে, ওলেকসান্দের জিনচেঙ্কো, ফিলিপ ফোডেন, কাইল ওয়াকার ও রিয়াদ মাহরেজ।
আগামী ২৩ জানুয়ারি বার্টনের মাঠে হবে সেমিফাইনালের ফিরতি লেগ। তবে সেটি এখন শুধুই আনুষ্ঠানিকতা মাত্র। ২৪ ফেব্রুয়ারি ওয়েম্বলির ফাইনালে ম্যানসিটির প্রতিপক্ষ হতে পারে টটেনহ্যাম কিংবা চেলসি।