শেষ অবধি ম্যান ইউ সংসার ছেড়ে ইতালির ক্লাব ইন্টার মিলানে যোগদান করলেন বেলজিয়ামের স্ট্রাইকার লুকাকু।
দলবদলের শুরুতে প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল ইতালির আরেক ক্লাব জুভেন্তাসও পেতে আগ্রহী এই স্ট্রাইকারকে। সেক্ষেত্রে পাওলো দিবালাকে দিয়ে লুকাকুকে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল তারা। কিন্তু তা সম্ভব না হওয়ায় কন্তের কথামোতো আসরে নামে ইন্টার মিলান। শেষ অবধি বছর ছাব্বিশের স্ট্রাইকারকে দলে নিয়ে ফরোয়ার্ড লাইন অনেকটাই শক্তিশালী করল তিনবারের ইউরোপ সেরা দল। পাঁচবছরের চুক্তিতে ইন্টার মিলানে যোগদান করলেও লুকাকুর পারিশ্রমিক কিংবা ট্রান্সফার ফি নিয়ে মুখে কুলুপ এঁটেছে ইতালির ক্লাবটি।
তবে একটি বিবৃতি মারফৎ ইন্টার মিলান জানিয়েছে, ‘স্থায়ী চুক্তিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে আমাদের ক্লাবে যোগদান করছেন বেলজিয়ান স্ট্রাইকার। ৩০জুন, ২০২৪ পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।’ সূত্রের খবর ৮০ মিলিয়ন ইউরোয় ম্যান ইউ ছেড়ে ইতালির ক্লাবে যোগদান করেছেন লুকাকু। ইন্টার মিলানের তরফ থেকে প্রকাশ করা হয়েছে একটি ভিডিও। যে ভিডিওবার্তায় লুকাকু বলছেন, ‘ইন্টার সবার জন্য নয়, তাই আমি এখানে।’
বুধবার রাতেই লুকাকু তাঁর এজেন্টকে সঙ্গে নিয়ে পৌঁছে যান মিলানে। বৃহস্পতিবার নতুন ক্লাবে বেলজিয়ান স্ট্রাইকারের মেডিক্যালও সম্পূর্ন হয়েছে বলে জানা গিয়েছে। তবে লুকাকুর পরিবর্ত হিসেবে এখনই কাউকে দলে নেওয়ার পক্ষপাতী নন ম্যান ইউ কোচ সোল্কজায়ের।