সারা বিশ্বের ন্যায় শনিবার বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপিত হয়েছে। বিশ্ব ম্যালেরিয়া রিপোর্ট ২০১৯ অনুসারে বিশ্বে ২২ কোটি ৮০ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে ৪ লাখ ৫ হাজার মানুষ ম্যালেরিয়া রোগে মারা মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, ২০১৯ সালে ১৭২২৫ জন মানুষ বাংলাদেশে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে ৯জন মারা গেছে। করোনাভাইরাসের মধ্যেও ম্যালেরিয়া প্রবণ জেলা জেলা সমূহে ম্যালেরিয়া সেবা দেয়া অব্যাহত আছে। ম্যালেরিয়া সেবা প্রদানকারিদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত ও সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা দেয়ার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে।
‘আমিই করব ম্যালেরিয়া নির্মূল’। বিশ্ব ম্যালেরিয়া দিবসে এই প্রতিপাদ্যকে সামনে রেখে যার যার অবস্থান থেকে ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভ’মিকা রাখার জন্য সকলকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।