ডিএমপি নিউজ: ঢাকা মহানগরীর সম্মানিত জনসাধারণ এবং আসন্ন এসএসসি/ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০২ ফেব্রুয়ারি-২০১৯ খ্রিঃ হতে এসএসসি/ভোকেশনাল ও দাখিল পরীক্ষা-২০১৯ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বর্তমানে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (এমআরটি), লাইন-৬ প্রকল্পের আওতায় কাওরান বাজার থেকে মতিঝিল শাপলা চত্ত্বর পর্যন্ত রাস্তায় কনক্রিট ব্যারিয়ার স্থাপনার কাজ চলছে। এছাড়া উত্তরা আব্দুল্লাহপুর ক্রসিং হতে এয়ারপোর্ট ক্রসিং পর্যন্ত এলাকায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি)-এর কার্যক্রম চলমান রয়েছে। এ সকল উন্নয়নমূলক কার্যক্রম চলমান থাকায় মহানগরীর কিছু কিছু এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। ঢাকা মহানগরীর বিদ্যমান বাস্তবতা এবং চলমান উন্নয়নমূলক কার্যক্রমের ফলে সৃষ্ট যানজটের কারণে যথাসময়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর স্বার্থে এসএসসি/ভোকেশনাল ও দাখিল পরীক্ষার্থী এবং অভিভাবকগণকে পরীক্ষার দিনগুলোতে পর্যাপ্ত সময় হাতে রেখে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা করার জন্য অনুরোধ করা হলো। এ ব্যাপারে সর্বসাধারনের সহযোগীতা কামনা করা হচ্ছে।