ডিএমপি নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকা হতে চাপাতি ও ছুরিসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ।
গ্রেফতারকৃত দু’জনের নাম, সাব্বির হোসেন (২২) ও ফারুক হোসেন (৩০)। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি চাপাতি ও ১টি ছুরি উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ির ধলপুর নতুন রাস্তা এলাকায় ডাকাতির চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা রুজু হয়েছে।