ডিএমপি নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ী হতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ শান্ত ইসলাম ওরফে আসিফ (২৪), মোঃ গিয়াস উদ্দিন সাগর (২৬), মোঃ সজিব (২৪), তাহিন আহম্মেদ (১৮)। গ্রেফতারকৃতদের মধ্যে একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে – ০১ টি সুইচ গিয়ার চাকু, ০১ টি লোহার ষ্টীল কাটার, ০১ টি ষ্টীলের ছুরি, ০১ টি ষ্টিলের চাপাতি, ০২ টি খুর আকৃতির ছোট চাকু, ০১টি বড় স্টার স্ক্রু ড্রাইভার, ০১ টি প্লাস ও ০১ টি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম বিপিএম, পিপিএম-বার ডিএমপি নিউজকে জানান, সোমবার (১২ এপ্রিল ২০২১) ২৩.১৫ টায় যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা যাত্রাবাড়ী ও ডেমরা থানা এলাকার মহাসড়কসহ বিভিন্ন বাসা,বাড়িতে চুরি, ছিনতাই ও ডাকাতি করে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।