ডিএমপি নিউজ : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম সজিব হোসেন পিয়াস ও ফরহাদ হোসেন বাবু।
ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস এ তথ্য ডিএমপি নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকালে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ চেকপোস্টে নিয়োজিত এস আই খন্দকার মিজবাহ উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সজিব ও ফরহাদকে ইয়াবাসহ গ্রেফতার করেন।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অবৈধ মাদকের ব্যবসা বন্ধে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে যাত্রাবাড়ী থানা পুলিশ। সেই লক্ষেই থানা এলাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।