ডিএমপি নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- রুবেল খন্দকার (২১) ও মোঃ জিয়া (২২)। এসময় তাদের হেফাজত থেকে ৩০০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
গুলশান জোনাল টিমের অতিঃ উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব ডিএমপি নিউজকে বলেন, ২৭ এপ্রিল, ২০২১ (মঙ্গলবার) ১৭.৫০ টায় যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গুলশান জোনাল টিম।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাথমিক তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগর এলাকায় বিক্রি করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।