ডিএমপি নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা হতে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ রনি ওরফে কালু (২০)।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম বিপিএম, পিপিএম ডিএমপি নিউজকে বলেন, ১৪ জুন, ২০২১ (সোমবার) সন্ধ্যা ৭.৩০ টায় উত্তর যাত্রাবাড়ী আল সাজেদা ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রনিকে যাত্রাবাড়ী থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।