ডিএমপি নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগের সার্জেন্ট নয়ন কুমার দে। গ্রেফতারকৃতের নাম- মোঃ দুলাল হোসেন।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি ২০২২) দুপুর ১২.৪০টায় সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ট্রাফিক ওয়ারী বিভাগের সার্জেন্ট নয়ন কুমার দে ডিএমপি নিউজকে বলেন, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি ২০২২) দুপুর ১২.৪০টায় রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় ডিউটি করার সময় একটি মোটরসাইকেলকে কাগজপত্র চেক করার জন্য থামানো হয়। মোটরসাইকেলের কাগজপত্র চেক করার সময় মোটরসাইকেলের যাত্রী তার সাথে থাকা ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ট্রাফিক পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দুলালকে যাত্রাবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে ট্রাফিক পুলিশের এ কর্মকর্তা জানান।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।