ডিএমপি নিউজ: যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ সাজিদুল ইসলাম ও মোঃ মুক্তারুল হোসেন।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানানো হয়, শনিবার বিকালে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় অভিযান পরিচালনা করে এই দুইজনকে গ্রেফতার করে টহল পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলার রুজু করা হয়েছে।