ডিএমপি নিউজ: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইমকে হত্যার অভিযোগে করা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে। এ নিয়ে এ মামলায় এসআই শাহাদাৎ আলীসহ দুইজনকে গ্রেফতার করলো পুলিশ।
সোমবার (৭ অক্টোবর) সকালে আবুল হাসানকে আদালতে হাজির করে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে ডিএমপির গোয়েন্দা পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে, গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ তাকে অন্য একটি মামলায় গ্রেফতার করে।
গত ২০ জুলাই যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ইমাম হাসান তাইম এর মৃত্যু হয়। এ ঘটনায় গত ২১ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু হয়। এ মামলায় এ পর্যন্ত যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানসহ এজাহার নামীয় এসআই শাহাদাৎ আলীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। মামলাটি বর্তমানে ডিবিতে তদন্তাধীন আছে।