ডিএমপি নিউজ: ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। তারা হলেন-সাইফুল (৩৫) ও রুবেল কাজী (২৫)।
শুক্রবার ২০ মার্চ রাত ০৮.২৫ টায় যাত্রাবাড়ী থানার চৌরাস্তা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, চলন্ত বাসের জানালার পাশে বসা যাত্রীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার সময় স্থানীয় জনতার সহায়তায় তাদের গ্রেফতার কর হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা সড়ক ও মহাসড়কে চলন্ত গাড়ী ও রিক্সা গামী যাত্রীদের নিকট হতে মোবাইল, স্বর্ণালংকার ও হ্যান্ডব্যাগ ছিনতাই করে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।