ডিএমপি নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- ইকবাল,আলম ও রহমান। এসময় তাদের হেফাজত থেকে ৩০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম ডিএমপি নিউজকে বলেন, ২ অক্টোবর ২০২০ (শুক্রবার) দুপুর ২.০৫ টায় যাত্রাবাড়ী কাচা বাজার সংলগ্ন হাজী রহমান পেট্রোল পাম্প এর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।