ডিএমপি নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ ইয়াসিন আরাফাত (২৫)। এসময় তার হেফাজত থেকে ৫,৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম ডিএমপি নিউজকে বলেন, ১৪ সেপ্টেম্বর ২০২০ (সোমবার) দুপুর ২.৩০টায় যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।