ডিএমপি নিউজ: যাত্রাবাড়ীতে ৬০০ বস্তা মৎস্য ফিড আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। সেই সাথে মৎস্য ফিড বহনকারী ট্রাকও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ দুলাল ওরফে গফুর ও ড্রাইভার মোঃ মায়দুল ।
উল্লেখ্য, যাত্রাবাড়ী থানাধীন ঢাকা ডেমরা রোড মৃধাবাড়ী সংলগ্ন সিটি কর্পোরেশন ময়লার রাস্তা ফেমা ইন্টাঃ নামক প্রতিষ্ঠানের ৬০০ বস্তা মৎস্য ফিড ঢাকা মেট্রো-ট-১৪-৭৭১৫ নং ট্রাকে লোড করে ভোলা জেলার বোরহান উদ্দিন থানার উদ্দেশ্যে রওনা করে। পক্ষান্তরে বহনকৃত ট্রাকের মালিক ও ড্রাইভার যোগসাজসে প্রতারনামূলকভাবে তা আত্মসাৎ করে। এ বিষয়ে উক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ আল আমিন বাদী হয়ে যাত্রাবাড়ী থানা মামলা দায়ের করেন।
৮ আগস্ট’১৭ মামলার তদন্তকারী কর্মকর্তা আসামী গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের উদ্দেশ্যে সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া থানায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে এবং খালি ট্রাক উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত কাজের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এই ঘটনার সাথে আরো কে কে জড়িত তা উদঘাটনের জন্য নিবিড় তদন্ত অব্যাহত আছে।