ডিএমপি নিউজ: রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৮ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানার টহল পুলিশের দল।
গ্রেফতারকৃতের নাম মো. হান্নান তফদার ওরফে সুমন। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পূর্ব শাহাপুর গ্রামে।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল আলম ডিএমপি নিউজকে জানান, বুধবার দিবাগত রাত ৩:২০ টায় যাত্রাবাড়ীর বিবির বাগিচা ৪নং গেট এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, সুমন একজন মাদক কারবারি। ঘটনার সময় সে গাঁজা বিক্রির জন্য উল্লেখিত স্থানে অবস্থান করছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে থানা পুলিশের টহল দল।
এ সংক্রান্তে সুমনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।