ডিএমপি নিউজ : ‘ট্রাফিক পক্ষ-২০২৪’ উপলক্ষে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে যাত্রাবাড়ী চৌরাস্তার শহীদ ফারুক সরণী ও মাওয়া রাস্তায় অবৈধ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৪ খ্রি.) ‘ট্রাফিক পক্ষ-২০২৪’ উপলক্ষে চলমান বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে অবৈধ হকার উচ্ছেদে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে যাত্রাবাড়ী চৌরাস্তার শহীদ ফারুক সরণী ও মাওয়া রাস্তায় বিভিন্ন স্থায়ী ও ভাসমান হকার উচ্ছেদ করে রাস্তা অবৈধ হকারমুক্ত করা হয়। এছাড়া এ সময় উক্ত রাস্তায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধেও অভিযান চালানো হয়। উক্ত এলাকায় এ সকল হকারদের জন্য দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছিলো ও যানজট সৃষ্টি হচ্ছিলো। এর ফলে উক্ত এলাকায় যানজট অনেকাংশে লাঘব করা সম্ভব হবে।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আনোয়ার সাঈদ ও ট্রাফিক ওয়ারী বিভাগের সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ। এর বাইরেও এই উচ্ছেদ অভিযানে রোভার স্কাউট, দনিয়া কলেজের শিক্ষার্থী ও পুলিশের অন্যান্য বিভাগ সর্বাত্মক সহযোগিতা প্রদান করে।