ডিএমপি নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল।
বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ সন্ধ্যা ৭:১০ টায় যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ মামুন ভূঁইয়া (৩৪) ও মোঃ আফজাল হোসেন (২৮)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৫০ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, যাত্রাবাড়ীর গোলাপবাগ বিশ্বরোডের পাশে একটি মুদি দোকানের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী ফেন্সিডিল বিক্রির জন্য অপেক্ষা করার সময় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।