ডিএমপি নিউজঃ দেশের জনপ্রিয় মেকআপ ব্রান্ড ফারজানা সাকিল’স এর তত্ত্বাবধানে রাজারবাগ পুলিশ লাইন্সে যাত্রা শুরু করলো ‘মেট্রো বিউটি লাউঞ্জ’।
আজ ১৮ জানুয়ারি সকাল ১১ টায় ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন সংযোজন মেট্রো বিউটি লাইঞ্জ। এ সময় উপস্থিত ছিলেন সম্মানিত কমিশনারের সহধর্মিনী ও ‘পুনাক’ এর কার্যকরী কমিটির সদস্য মিসেস আফরোজা জামানসহ ডিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে কমিশনার বলেন, আমার সন্তানতুল্য নারী পুলিশদের জন্য মেট্রো বিউটি লাউঞ্জ করতে পেরে খুব ভালো লাগছে। এখান থেকে পুলিশ পরিবারের সদস্যরা বাহিরের মূল্য থেকে ৫০ শতাংশ কম মূল্যে ভালো সেবা পাবে। মেকআপ ব্রান্ড ফারজানা সাকিল’স আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন ফোর্সের কল্যাণের জন্য। এই জন্য তাকে ধন্যবাদ জানাই। মেট্রো বিউটি লাউঞ্জ আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল যা আজ বাস্তবে রূপ নিলো।
তিনি আরো বলেন, পরিছন্নতাই সুন্দরতা। এটা বিবেচনা করে আমরা এই বিউটি লাউঞ্জ তৈরি করেছি। দিনের ২৪ ঘন্টায় ১৮ ঘন্টা আমাদের দায়িত্ব পালন করতে হয়। নিজেকে পরিপাটি রাখার জন্য তেমন সময় পাওয়া যায় না। নারী পুলিশের পরিপাটি থাকাটা সহজ হবে এই বিউটি লাউঞ্জের মাধ্যমে। নাগরিকদের ভালো সেবা দিতে হলে আমাদের ভালো থাকতে হবে। সকলের একতা, ঐক্যবদ্ধ শক্তি ও টিম স্পিরিট আমাদের সকল সাফল্য নিয়ে এসেছে। এজন্য সমস্ত কৃতীত্ব টিম ডিএমপি’র।
রাজারবাগ পুলিশ লাইন্সের ১ নং নারী পুলিশ ব্যারাক সংলগ্ন এই মেট্রো বিউটি লাউঞ্জ আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে যাত্রা শুরু করলো। এখান থেকে পুলিশ পরিবারের সদস্যরা স্বল্পমূল্যে বিভিন্ন ধরনের সাজ-সজ্জা করাতে পারবেন। পুলিশ পরিবার ব্যতীত বাহিরের কেউ এই লাউঞ্জের সেবা নিতে চাইলে তিনিও এই সেবা নিতে পারবেন। মেকআপ ব্রান্ড ফারজানা সাকিল’স এর দক্ষ বিউটিশিয়ান দিয়ে রূপ-সজ্জা করানো হবে।