ডিএমপি নিউজ: বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের নিজস্ব ব্যবস্থাপনায় চালু হলো ‘পুলিশ কল্যাণ ট্রাস্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’। দেশে-বিদেশে ভ্রমণ-সংক্রান্ত যাবতীয় সেবা প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করলো এ প্রতিষ্ঠানটি। ফলে এখন থেকে টিকিট ক্রয়, ভিসা প্রসেসিং, হজ্জ্ব-ওমরাহ, হোটেল বুকিং, সাইট সিইং সেবাসমূহ একই ছাদের নিচে পাওয়া যাবে। যার টেলিফোন নম্বর: +88-02-55045222, মোবাইল-01769-693760, ইমেইল- info@pkttourstravels.com, Web: www. pkttourstravels.com
২মে ২০১৯ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ পুলিশ প্লাজা কনকর্ডে আনুষ্ঠানিকভাবে পুলিশ কল্যাণ ট্রাস্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের লোগো উন্মোচন করে এর উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) ।
উদ্বোধন শেষে আইজিপি বলেন, আমাদের দেশে ভ্রমণপিপাসু মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এছাড়া বাংলাদেশ পুলিশের সদস্য সংখ্যা ২ লক্ষাধিক, যার অনেক সদস্যগণ ইউএন মিশন, হজ্জ্ব, ওমরা, শিক্ষা, ট্রেনিং ও চিকিৎসার জন্য বিদেশে যান । সেক্ষেত্রে পুলিশ কল্যাণ ট্রাস্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস পুলিশ সদস্য ছাড়াও ভ্রমণপিপাসু বাংলাদেশিদের উন্নত সেবা প্রদানের মাধ্যমে আস্থা অর্জনে সক্ষম হবে।
পুলিশ কল্যাণ ট্রাস্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে এর সার্ভিস প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সেবা ছাড়াও সকল ভ্রমণ পিপাসুদের কাঙ্ক্ষিত সেবা প্রদানই হবে এর লক্ষ্য ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের অতিঃ আইজিপি (অর্থ ও উন্নয়ন) ড. মোঃ মইনুর রহমান, বিপিএম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাবের ডিজি বেনজীর আহমেদ বিপিএম (বার), পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (এফএন্ডডি) আবু হাসান মুহাম্মদ তারিক বিপিএম (সেবা) ও কনকর্ড গ্রুপের এমডি শাহরিয়ার কামাল।