পঞ্চগড়-ঢাকা রেলপথে চালু হলো বিরতিহীন ‘পঞ্চগড় এক্সপ্রেস’। শনিবার দুপুরে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হুইসেল বাজিয়ে ও পতাকা নেড়ে ট্রেনটির উদ্বোধন করেন। এর পরেই পঞ্চগড় এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে পঞ্চগড় রেলওয়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন ছেড়ে যায়। পঞ্চগড়-ঢাকা রুটে দুটি আন্তনগর ট্রেন উদ্বোধনের পর ছয় মাসের মাথায় বিরতিহীন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ উদ্বোধনে স্থানীয়দের ব্যাপক উল্লাস করতে দেখা গেছে।
পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খোন্দকার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটসহ বীর মক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওই ট্রেনে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার হিসেবে ঈদের আগেই পঞ্চগড় এক্সপ্রেস উদ্বোধন করা হয়েছে। অত্যাধুনিক পঞ্চগড় এক্সপ্রেস চালুর ফলে ঢাকা-পঞ্চগড় দেশের দীর্ঘতম রেলপথে সর্বোত্তরের যাত্রীরা অনেক কম সময়ে ঢাকা যাতায়াত করতে পারবেন।