ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে শনিবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে পুকুরে পড়ে গেলে অন্তত আটজন নিহত ও আরো দশজনের বেশি লোক আহত হয়েছে। দেশটির পুলিশ একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত রাজ্যের হাসান জেলার কারিকিরির কাছে জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘রাষ্ট্রীয় মালিকানাধীন বাসটিতে চালক ও কন্ডাক্টরসহ ৫০ আরোহী ছিল। দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙ্গে নিচে পড়ে যায়।’
এতে ঘটনাস্থলেই দুই নারীসহ আটজন নিহত হয়। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় বাসটির চালকও মারা গেছেন। বাসটি বেঙ্গালুরু থেকে ধারমাস্তালা যাচ্ছিল।