ডিএমপি নিউজ : যানজট নিরসনে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় সভা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগ।
বুধবার (১৯ জুন ২০২৪) যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্সে এই সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ড. মো: আওলাদ হোসেন ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। সভায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম।
ঈদের ছুটির পর ঢাকায় ফেরা মানুষের যাতায়াত স্বস্তিদায়ক করতে এই সভার আয়োজন করা হয় । ঈদের আগে বিভিন্ন দিনে বিভিন্ন সময়ে ঘরমুখো মানুষ ঢাকা থেকে বিভিন্ন জেলায় গমন করলেও, তারা দুই/এক দিনের মধ্যে ঢাকায় ফিরবেন। ঘরমুখো মানুষ যাতে স্বস্তিতে ঢাকা মহানগরীতে ফিরতে পারেন ও যানজট যাতে সহনীয় পর্যায়ে থাকে সেই লক্ষ্যে কাজ করবে ট্রাফিক ওয়ারী বিভাগ।
সভায় সংসদ সদস্যদ্বয় তাদের দলীয় নেতাকর্মীদের ট্রাফিক ওয়ারী বিভাগকে সহযোগিতা প্রদানের নির্দেশনা দেন। এছাড়া যাত্রাবাড়ী থেকে ধোলাইপাড় পর্যন্ত (মাওয়া আউটগোয়িং) ও ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী পর্যন্ত (মাওয়া ইনকামিং) রাস্তায় সব বাস এক সারিতে রাখা, একটি কোম্পানির একটির বেশি বাস রাস্তায় বাম লেন ঘেঁষে না রাখা, প্রতিটি কোম্পানির বাস সর্বোচ্চ ১৫ মিনিট দাঁড়ানোর নির্দেশনা দেন। এমপিগণ কয়েকদিনের মধ্যে মাঠ পর্যায়ে উপস্থিত থেকে সকল বাস মালিক, সকল বাস কাউন্টার, পেট্রোল পাম্প মালিক এবং রাজনৈতিক কর্মীদেরকে যানজট নিরসনে দিকনির্দেশনা প্রদান করবেন।
ট্রাফিক ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুলতানা ইশরাত জাহানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ট্রাফিক ওয়ারী বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক দলের নেতাকর্মীগণ।