সি-আই-ই-এস ফুটবল অবজারভেটরি নামের একটি সংস্থা ৩২ দেশের শীর্ষ ফুটবলারদের উপর গবেষণা করে এই রেটিং প্রকাশ করেছে।
কে জিতবে বিশ্বকাপ? বিশ্বের সবচেয়ে দামি প্রশ্ন এখন। উত্তর স্পেন। গবেষণা সংস্থা সিআইইএস ফুটবল অবসারভেটরি এই তথ্য প্রকাশ করেছে। গতবছরের জুলাই থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওঠা ৩২ দেশের শীর্ষ ২৩ ফুটবলারের পারফরম্যান্স বিশ্লেষণ করে একটি রেটিং প্রকাশ করেছে সংস্থাটি।
স্পেনের যে ২৩ ফুটবলারের উপর জরিপ চালানো হয়েছে তারা সবচেয়ে বেশি ৮১.১ শতাংশ ম্যাচ খেলেছেন ঘরোয়া লিগে। পাওয়ার ইনডেক্সে তাদের পয়েন্ট একশ। আর ব্রাজিল, ফ্রান্স ও জার্মানি আছে আশির উপরে। আর্জেন্টিনার অবস্থান সাতে। তবে গবেষণায় ভরসা নয়, মাঠে বসে বিশ্বসেরাদের খেলা দেখতে আগ্রহী রাশিয়াবাসী।
পয়লা মে থেকে শুরু হয়েছে দেশটিতে সরাসরি টিকিট বিক্রি। এতদিন যারা অনলাইনে টিকিট কেনেননি বা কিনতে পারেননি তাদের জন্য সরাসরি মস্কোর ফিফা টিকেটিং সেন্টারে বিক্রি শুরু হয়েছে টিকিট।
নিরাপদ বিশ্বকাপ উপহার দিতে বদ্ধপরিকর রাশান নিরাপত্তা বাহিনী বড় অভিযান চালালো জর্জিয়া সীমান্তবর্তী ভোলাতাইল রাজ্যের দাগেস্তানে। নিহত হয়েছেন সন্দেহভাজন এগার সন্ত্রাসী। কাউন্টার টেররিজম ফোর্সের অভিযানে নেতৃত্ব দেয় সসস্ত্র রোবট। যে কিনা সন্ত্রাসীদের আস্তানার ভেতর ঢুকে পড়েছিলো। ধারণ করেছে অডিও ও ভিডিও। উদ্ধার করা হয়েছে বন্দুক, গুলি, ধারালো অস্ত্র ও গ্রেনেড। অভিযানের পরপরই নতুন হুমকি দিয়েছে আইএস। আইএস বনাম রাশিয়া, জীবিত অথবা মৃত শিরোনামের একটি পোস্টার প্রকাশ করেছে তারা। তবুও থামছে না বিশ্বকাপ জ্বর। গ্রেটেস্ট শো অন আর্থে দর্শকদের সমর্থনের পাগলামির মিছিলে যোগ হলো মুখোশ। মেক্সিকোতে তৈরি হচ্ছে মেসি, নেইমার, রোনালদোর প্রতিকৃতি।