যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ৪৭ বছর বয়সী কনজারভেটিভ পার্টির পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। এর মাধ্যমে যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কয়েক সপ্তাহব্যাপী প্রতিদ্বন্দ্বিতার পরে সাবেক চ্যান্সেলর ঋষি সুনাকের বিরুদ্ধে জয় পান ট্রাস। সোমবার ( ৫ সেপ্টেম্বর) কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনে ভোটাভুটিতে দলের সদস্যদের ভোটে শীর্ষে উঠে আসেন লিজ ট্রাস। তিনি পেয়েছেন ৮১ হাজার ৩২৬ ভোট এবং প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯ ভোট।
৪৬ বছর বয়সী লিজ ট্রাস উত্তর ইংল্যান্ডের বাসিন্দা। তার পুরো নাম ম্যারি এলিজাবেথ ট্রাস। এলিজাবেথ ট্রাস অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। তথ্যসূত্রঃঅনলাইন