ডিএমপি নিউজঃ যুক্তরাজ্যের প্লাইমাউথে বন্দুকধারীর হামলায় শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সন্দেভাজন হামলাকারীও।
বৃহস্পতিবার (১২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় শহরটির কেইহ্যাম এলাকার বিডিক ড্রাইভ সড়কে এ গোলাগুলির ঘটনা ঘটে। অস্ত্রধারী পথচারীদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালালে ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল বলেন, ১১ বছর ধরে যুক্তরাজ্যে প্রথম গণহত্যার ঘটনাটি ‘মর্মান্তিক’।
ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ জানায়, ঘটনাস্থলেই দুই নারী ও তিন পুরুষের মৃত্যু হয়েছে। আরেক নারী হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।
যুক্তরাজ্যে এ ধরনের নির্বিচার গুলির ঘটনা একেবারেই বিরল। দেশটিতে গত ১১ বছরে প্রথমবার এমন ঘটনা ঘটল।