বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলকে ৫৩ রানে গুড়িয়ে দিয়ে ২৬৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার সিক্স অনেকটাই নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ নারী দল। এর আগে পাকিস্তানকে হারিয়ে মিশন শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা।
মঙ্গলবার আগে ব্যাট করে শারমিন আক্তারের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২২ রান তোলে বাংলাদেশ। এ রান তাড়া করতে নেমে ৩০.৩ ওভারে মাত্র ৫৩ রানেই অলআউট হয়ে যায় যুক্তরাষ্ট্র নারী দল।
যুক্তরাষ্ট্রের ওয়ানডে স্ট্যাটাস নেই বলে এ ম্যাচ পাচ্ছে না ওয়ানডের স্বীকৃতি। তবে লিস্ট ‘এ’-র মর্যাদায় আছে ম্যাচটি।
ম্যাচে যুক্তরাষ্ট্রের ইনিংসে মাত্র দুজন দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেন। অধিনায়ক সিন্ধু শ্রীহর্ষ ৪৫ বলে ১৫ এবং টারা নরিস ২৭ বলে ১৬ রান করেন। ১০ ওভারে ১০ রানে ২ উইকেট নেন সালমা খাতুন। ফাহিমা মাত্র ২.৩ ওভারে ৬ রানে নেন ২ উইকেট। এছাড়া ১১ রান খরচ করে রুমানাও নেন ২ উইকেট।
বাংলাদেশের ইনিংসে ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ১৪১ বলে ১৩০ রানে অপরাজিত থাকেন ডানহাতি ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। এছাড়া ফারজানা হক ৬৭ রান এবং মুর্শিদা খাতুন ৪৭ রানের ইনিংস খেলেন।
এছাড়া তিন নম্বরে নামা নিগার সুলতানার ২৬ বলে ৩৩ এবং সাতে নামা লতা মণ্ডলের ১০ বলে ১৭ রানের সুবাদে ৫০ ওভারে বাংলাদেশ সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৩২২ রান।