যুক্তরাষ্ট্রের ওপর সামরিক নির্ভরশীলতা কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তানের সংবাদপত্র ডন’র প্রতিবেদন বলা হয়েছে, ইসলামাবাদের এক সেমিনারে এমনটাই মন্তব্য করেছেন- পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগীর খান।
পাকিস্তান প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম চীন, তুরস্ক, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছ থেকে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ডন।
উল্লেখ্য, পাকিস্তান নৌবাহিনীর সামরিক সরঞ্জাম বেশির ভাগই মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হয়। কিন্তু এবার দেশটি চীনের কাছ থেকে তার সামরিক সরঞ্জাম বিশেষ করে গানবোট ও সাবমেরিন কেনার বিষয়ে ভাবনাচিন্তা চালাচ্ছে৷ জানা গেছে, ইসলামাবাদ এবার হেলিকপ্টার গানশিপ কিনবে চীন ও তুরস্কের কাছ থেকে।