বিশ্বের প্রায় প্রতিটি দেশই নিজেদের সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধিতে কাজ করছে। তুরস্কও পিছিয়ে থাকতে চায় না। তাদের দেশের সামরিক শক্তি বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ৭০ কোটি ডলারের স্মার্টবোমা ক্রয়ের চুক্তি করছে তুরস্ক।
জানা গেছে, তুরস্ক যেসব বোমা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্রয় করবে তার মধ্যে বিএলইউ-১০৯ বাঙ্কার বিধ্বংসী বোমাও থাকবে। এই প্রথম এই জাতীয় বোমা তুরস্কের কাছে বিক্রি করছে যুক্তরাষ্ট্র।
বিএলইউ-১০৯ বোমায় ট্রাইটোনাল নামে পরিচিত প্রায় সাড়ে পাঁচশ পাউন্ড বিস্ফোরক থাকে। ভূগর্ভে আঘাত হানা না পর্যন্ত এই বোমা বিস্ফোরিত হয় না। ইরাক এবং আফগানিস্তানে এই বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।