যুক্তরাষ্ট্রে একটি কারাগারে দাঙ্গায় অন্তত ৭ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। স্থানীয় সময় রবিবার দক্ষিণ ক্যারোলিনার কারাগারে বন্দিদের মধ্যে দাঙ্গা বাধে।
দক্ষিণ ক্যারোলাইনার সংশোধন বিভাগের মুখপাত্র জেফ টেইলন জানিয়েছেন, বিশপভিলের লি কারেকশনাল ইনস্টিটিউশনে সন্ধ্যা সোয়া ৭টায় কারাবন্দীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং তা প্রায় সাত ঘণ্টা ধরে চলে। নিরাপত্তা কর্মকর্তারা সংঘর্ষ থামানোর চেষ্টা করে ব্যর্থ হন। অবশেষে গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তবে কি কারণে বন্দিরা সংঘর্ষে জড়িয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। কর্মকর্তারা তাত্ক্ষণিকভাবে হতাহতদের পরিচয়ও জানাতে পারেননি।