বিশ্বব্যাপী ১৫০ টিরও অধিক দেশে পরিবার পরিকল্পনা প্রণয়ন কাজে নিয়োজিত জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) তে অনুদান প্রদানে নিজেদের প্রত্যাহার করে নিলো যুক্তরাষ্ট্র।
এ প্রসঙ্গে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে ইউএনএফপিএ-কে বলা হয়েছে, ‘এই প্রোগ্রাম পরিচালনায় অংশগ্রহণ ও সমর্থনের মানে হচ্ছে, দমনমূলক গর্ভপাত এবং অনৈচ্ছিক নির্বীজনের সামিল।’
তবে জাতিসংঘের কোনো কর্মসূচিতে মার্কিন অনুদানের প্রতিশ্রুতি এবারই প্রথম ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনের মাধ্যমে প্রত্যাহার করা হলো। এতে ইউএনএফপিএ জানায়, তারা যদিও কোনো আইন ভঙ্গ করেনি, তবে এই সিদ্ধান্তের জন্য তাদের অনুশোচনা করতে হবে।
এ বছর সংস্থাটিতে মার্কিন প্রশাসনের ৩২ দশমিক ৫ মিলিয়ন ডলার বা ২৬ কোটি ১০ লাখের মতো অনুদান দেয়ার কথা ছিলো, যা একটি ঘোষণার মাধ্যমে প্রত্যাহার করে নেয়া হয়। এ বছরের শুরুর দিকে, গর্ভপাত সেবা প্রদান বা পরামর্শদাতা কেনো আন্তর্জাতিক সংস্থাকে অনুদান দেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।